শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজন

পান্থ আফজাল

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন জান্নাতুল নাঈম

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলের পরিবেশ গতকাল সন্ধ্যায় ভিন্ন আনন্দে মেতেছিল। এত দিন এ আনন্দ সারা দেশের সুন্দরীদের মাঝে ছড়িয়ে পড়লেও গতকাল ছিল শুধু নবরাত্রী হলের মধ্যে সীমাবদ্ধ। কারণ আন্তর্জাতিক আসরের এ সুন্দরী প্রতিযোগিতায় ২৫ হাজার প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বের ১০ জন বাছাইকৃত সুন্দরীর ভিতর থেকে একজন সুন্দরীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ আয়োজনের মধ্য দিয়েই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হলেন জান্নাতুল নাঈম এভ্রিল। চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। এ ছাড়াও প্রথম রানার আপ জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানার আপ হন জান্নাতুন সুমাইয়া। জমকালো পরিসরে শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে পর্দা উন্মোচিত হয়েছে ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে এ আয়োজনের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হয়।

 

উপস্থাপক শিনা চৌহানের নাচ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এর পর নবরাত্রীর হলভর্তি হাজারো দর্শকের সামনে ১০ প্রতিযোগী মঞ্চে এসে একে একে নিজেদের পরিচয় দেন। প্রত্যেকেই নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন। নাচ, একাধিক ফ্যাশন কিউয়ের মধ্য দিয়ে নিজেদের তুলে ধরেন প্রতিযোগীরা। ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে বাংলা জনপ্রিয় সিনেমার গানের সঙ্গে নেচেছেন ১০ প্রতিযোগী। এর বাইরেও তারকা পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফাইনালের আয়োজনে পারফর্ম করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় তারকারা। অতিথি বিচারক হিসেবে একে একে ফাইনালের মঞ্চ মাতান বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সফল ব্যক্তিত্বরা। চিত্রনায়ক নীরব নেচেছেন। প্রথমবারের মতো মঞ্চে একসঙ্গে গেয়েছেন দুই সহোদর হৃদয় খান ও প্রত্যয় খান। এই গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী শম্পা রেজা, আলোচিত্রী চঞ্চল মাহমুদ, জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, রুবাবা দৌলা মতিন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভি। আন্তর্জাতিক আসরে মেধা, সৌন্দর্য, মনন এবং পোশাক-পরিচ্ছদে অনন্য বাংলাদেশি মেয়ের গল্প তুলে ধরতে এ আসরে উপস্থাপক হিসেবে ছিলেন ভারতীয় সুন্দরী শিনা চৌহান। তার উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ফাইনাল পর্ব। প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ ১০ প্রতিযোগী ছিলেন রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম এভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম। এখন বিজয়ী জান্নাতুল নাঈম এভ্রিল যাবেন চীনে ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আশরাফ রনি। ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার আয়োজন করেছে অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে আরও ছিল ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভিশনসহ আরও অনেক পার্টনার এবং অ্যাসোসিয়েটরা। সুন্দরী অন্বেষণের সবচেয়ে বড় আয়োজন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২৫ হাজার প্রতিযোগী থেকে সেরা একজনকে বিজয়ী হিসেবে বেছে নেয়। ২০১৮ সালের ১৮ নভেম্বর চীনের সানাইয়া শহরে ‘মিস ওয়ার্ল্ড’-এর ৬৭তম আসরটি অনুষ্ঠিত হবে। তবে আন্তর্জাতিক পর্যায়ের এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে কয়েক দিন ধরেই প্রস্তুতির আবেশ লেগে ছিল বাংলাদেশে। বাঙালি ললনারা সৌন্দর্যের পরীক্ষা দিতে বেশ ঘটা করেই তাদের সৌন্দর্যের জানান দিচ্ছিল ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নামক প্রতিযোগিতায়। কারণ এ  প্রতিযোগিতার মাধ্যমে সৌন্দর্য আর বুদ্ধিমত্তার প্রমাণ করে সেরার মুকুট পেলে তবেই মিলবে চূড়ান্ত পরীক্ষার প্রবেশপত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর