শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মুম্বাই রেলস্টেশনে পদদলিত হয়ে নিহত ২২

প্রতিদিন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে দুটি রেলস্টেশনের সংযোগ ফুটওভার ব্রিজে পদদলিত হয়ে অন্তত ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩৯ জন। গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে পারেল ও এলফিনস্টোন রেলস্টেশনের সংযোগ ফুটওভার ব্রিজে ভিড়ের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এলফিনস্টোন স্টেশনে প্রতি দিনের মতোই যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল। পাশাপাশি এ দিন প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির হাত থেকে বাঁচতে বহু যাত্রী স্টেশনের ফুটওভার ব্রিজে আশ্রয় নেন। এ সময় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে ব্রিজের পাশে টিকিট কাউন্টারে শর্ট সার্কিট হয়েছে। ফলে ভিড়ে ঠাসা ব্রিজের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের বাঁচাতে অনেকে দৌড়াদৌড়ি শুরু করে। ব্রিজটি সরু হওয়ায় বিপত্তি আরও বাড়ে। এক রেলযাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগেই চারটি ট্রেন একসঙ্গে স্টেশনে প্রবেশ করায় যাত্রীরা হুড়োহুড়ি শুরু করলে পদদলনের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবিতে অনেককে পড়ে থাকতে দেখা গেছে। কেউ কেউ সেতু থেকে মৃতদেহ সরানোর চেষ্টা করছেন। সেতুর নিচে ও সিঁড়িতে জুতা-স্যান্ডেল ছড়িয়ে পড়ে আছে। কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান রেলওয়ে মুখপাত্র অনিল সাক্সেনা। এ ঘটনায় টুইটারে সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুম্বাইয়ে প্রতিদিন প্রায় দুই কোটি মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করে। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর