শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন— শাহজাহান মিয়া (৩৫), তার ভাই সারোয়ার হোসেন (৩২) ও তাদের চাচাতো ভাই আবদুল কুদ্দুস (৩৫)। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে উত্তর বাড্ডায় পূর্বাঞ্চলের ১৫ ও ১৬ নং লেনের মাঝামাঝি একটি নির্মাণাধীন ভবনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, এ ঘটনায় ভবন কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃত শাহজাহান ও সারোয়ারের ভাই তরিকুল ইসলাম জানান, পূর্বাঞ্চলের নির্মাণাধীন ১১তলা ভবনের ১০তলায় লিফটের ফাঁকা জায়গায় মাচা বেঁধে দেয়াল প্লাস্টারের কাজ করছিলেন তারা। মাচার মধ্যে ছিলেন সারোয়ার ও কুদ্দুস। মাচার বাঁশ ও কাঠ ভেঙে তারা দুজন লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। এ সময় তাদের ধরতে গিয়ে শাহজাহানও নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই সারোয়ার ও কুদ্দুস মারা যান। আর গুরুতর আহত অবস্থায় শাহজাহানকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, শাহজাহান ও সারোয়ারের বাবার নাম মিজানুর রহমান এবং কুদ্দুসের বাবার নাম আতাবুর রহমান। তাদের তিনজনের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা থানার রংছাতি গ্রামে। মৃত তিনজনই পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তারা উত্তর বাড্ডা জিএম বাড়ি বাবুল্লা পাড়ায় থাকতেন। এ ঘটনায় সারোয়ার নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর