রবিবার, ১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সীমান্তে বিজিবি বিএসএফের মিষ্টি বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বিজিবিকেও মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। গতকাল সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম ভারতের হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি হেপুনি কাশির হাতে মিষ্টির প্যাকেটগুলো তুলে দিয়ে পূজার শুভেচ্ছা জানান। একই সময় বিজিবিকেও মিষ্টি উপহার দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। এ সময় তারা কোলাকুলি ও কুশল বিনিময় করেন। একইভাবে উভয় দেশের মহিলা সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যেও মিষ্টি বিনিময় করা হয়।  বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব আলম বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।  এ সময় সেখানে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ওয়াজির চান্দ, চেকপোস্ট কমান্ডার এস চক্রবর্তী, বিজিবির হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক মিজানসহ দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর