বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

চার্চের ফাদার অপহরণে ছাত্রলীগ নেতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

রাজধানীর কাকরাইল গির্জার ফাদার শিশির গ্রেগোরীকে অপহরণের অভিযোগে টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৌরভকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে টঙ্গীর পাগার ফকির মার্কেটের সোসাইটি মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে বিকালে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয় ফাদার শিশির গ্রেগোরীকে। সৌরভ টঙ্গীর মরকুন এলাকার গোলাম কবিরের ছেলে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, শিশির গ্রেগোরীর বোন টঙ্গীর পাগার এলাকার একটি গির্জায় থাকেন। অপহরণকারীরা কৌশলে তার বোনের মোবাইল ফোনের নম্বর ব্যবহার করে শিশিরকে ফোন করে জানায়, তার বোন গুরুতর অসুস্থ হয়ে পড়ে আছে। তাকে দ্রুত পাগার এলাকায় আসতে বলে। বোনের নম্বর থেকে কল পেয়ে শিশির মোটরসাইকেলে করে সন্ধ্যায় পাগার এলাকায় পৌঁছান। এ সময় অপহরণকারীরা তাকে ধরে নিয়ে ওই এলাকার একটি কক্ষে আটকে রাখে। তার সঙ্গে থাকা ১৩ হাজার টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং সোসাইটির মাঠের পাশে একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে অস্ত্র ঠেকিয়ে আরও তিন লাখ টাকা মুক্তিপণ দাবি পূর্বক বেধড়ক মারধর শুরু করে। এ সময় অপহূত শিশিরের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা সৌরভ জনতার হাতে আটক ও গণধোলাইয়ের শিকার হয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশের এসআই মো. শাহীন শেখসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে অপহূত ফাদার শিশির গ্রেগোরীকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে রাতেই শিশির বাদী হয়ে সৌরভসহ চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করে টঙ্গী থানায় মামলা করেন।

সর্বশেষ খবর