বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

যৌতুক না দেওয়ায় স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে মারার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

যৌতুকের কারণে স্ত্রীকে মারপিট করার পর ঘরে তালাবদ্ধ রেখে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। দগ্ধ শামসুন্নাহার ময়না (২৮) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান মারুফুল ইসলাম বলেন, শামসুন্নাহারের পেট, দুই হাত ও ডান পায়ের ১২ শতাংশ দগ্ধ হয়েছে।

এ ঘটনায় শামসুন্নাহারের বড় ভাই রবিউল ইসলাম বাদী হয়ে গতকাল কোতোয়ালি থানায় শামসুন্নাহারের স্বামী আলমগীর হোসেন (৩২) ও শাশুড়ি রাহিলা বেগমসহ ৫ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় মামলা করেন। আলমগীর ও তার মা রাহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ, এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের হতদরিদ্র সোলেমান মিয়ার ছেলে রডমিস্ত্রি আলমগীর হোসেনের (৩২) সঙ্গে একই ইউনিয়নের নাজিরদিগর বনগ্রামের শামসুল হকের মেয়ে শামসুন্নাহার ময়নার ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা দেওয়া হলেও নতুন করে আরও ৩০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় আলমগীর তার স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন। এরই জেরে মঙ্গলবার রাতে স্ত্রীকে মারপিট করেন আলমগীর। অসুস্থ হয়ে পড়লে শামসুন্নাহারকে ঘরের ভিতর রেখে দরজায় তালা ঝুলিয়ে আগুন ধরিয়ে দেয়। শামসুন্নাহারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। আগুনে ঘরের চারদিকের বেড়া পুড়ে যায়।   কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর