শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
ইসির সঙ্গে সংলাপ

সেনা চায় বাসদ ঐক্যের আহ্বান জাকের পার্টির

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভেঙে অন্তর্বর্তীকালীন সরকারব্যবস্থার অধীনে নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য তৈরিতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাকের পার্টি। গতকাল ইসির সংলাপে অংশ নিয়ে এসব প্রস্তাব দিয়েছে দুই দল। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল সকালে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়। সংলাপে এ ছাড়া নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন, নির্বাচনের সময় দলনিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আলোচনা, নির্বাচনী ব্যয় ও জামানত কমানো, প্রতি তিন আসনে একজন নারী সদস্যের অংশগ্রহণ, ইভিএম নিয়ে আরও পরীক্ষামূলক কার্যক্রম নেওয়াসহ ১৩ দফা প্রস্তাব দিয়েছে দলটি। তবে জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিপক্ষে দলটি। পরে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাসদ সাধারণ সম্পাদক সেনা মোতায়েনে দলের অবস্থান তুলে ধরেন।

জাতীয় ঐক্য তৈরির আহ্বান জাকের পার্টির : রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য তৈরিতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাকের পার্টি। সেই সঙ্গে ‘অপরাজনীতির লাগাম’ টেনে ধরতে কমিশনকে সুপারিশ করেছে দলটি। বিকালে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ করে। জাকের পার্টির পক্ষ থেকে হ্যাকিং প্রটেক্টেড ইভিএম ব্যবহার, ইসির বাজেট বাড়ানোসহ ২৭ দফা প্রস্তাব দেওয়া হয়। পরে বৈঠক শেষে জাকের পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ২৭টি প্রস্তাবের মধ্যে প্রধান দাবি ছিল ৭টি।

ক্ষমতার জন্য নয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রয়োজনে দলগুলো নিয়ে বার বার কথা বলতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের ঐকমত্য দরকার বলে মনে করেন তিনি। বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে স্থায়ী সমাধান দরকার। তবে আমাদের প্রস্তাব নেই।’ জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ভোটে সেনা মোতায়েনের বিষয়ে জাকের পার্টির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব ছিল না। নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সে সময়কার প্রেক্ষাপটে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির যা যা করা দরকার সব করবে; এতে জাকের পার্টির সমর্থন থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর