রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিক্ষকদের গবেষণা প্রমোশনের আশায়

—অধ্যাপক আনসার উদ্দীন

শিক্ষকদের গবেষণা প্রমোশনের আশায়

বিশ্ববিদ্যালয়ে গবেষণা কম হচ্ছে এটা সত্য। যেটুকু বা হচ্ছে তাও জোড়াতালি দিয়ে। গবেষণাগুলো প্রকল্পনির্ভর হয়ে গেছে। প্রকল্পে ফান্ড এলে করা হচ্ছে, না এলে নাই। বর্তমানে অধিকাংশ শিক্ষকই গবেষণা করছেন প্রমোশনের আশায়। নিঃশর্তভাবে বা নতুন কিছুর খোঁজে গবেষণা করছেন এমন শিক্ষকের সংখ্যা হাতেগোনা। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আনসার উদ্দীন। তিনি বলেন, বর্তমানে যে গবেষণা হচ্ছে তা নতুন কিছু উপস্থাপন করছে না। গবেষণার প্রাপ্ত তথ্য ও সুপারিশ নীতিনির্ধারণী পর্যায়ে কোনো ভূমিকা রাখছে না। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম চালু করা হয়েছে। এটা আরও চিন্তাভাবনা করে চালু করলে ভালো হতো। এই শিক্ষার্থীদের জন্য এমফিল ও পিএইচডির শিক্ষার্থীদের কিছুটা অসুবিধা হয়। এ জন্য সঠিক পরিকল্পনা করে শিক্ষার্থীদের পাঠ দান করতে হবে।

অধ্যাপক ড. আনসার উদ্দীন বলেন, দেশে যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে তা যৌক্তিক ও যুগোপযোগী। কিন্তু এ নীতির বাস্তবায়ন হচ্ছে না। প্রাথমিক শিক্ষা বা মাধ্যমিক শিক্ষার মানকে যেভাবে বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে, সেভাবে হচ্ছে না। এর পেছনে অবকাঠামো ঘাটতি বড় একটা কারণ। আর শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ ও মেধাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়াও একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষকদের সব সুবিধা নিশ্চিত করে শিক্ষাব্যবস্থাকে কঠোর নজরদারির মধ্যে আনতে হবে।

সর্বশেষ খবর