রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জোড়াতালি দিয়ে চলছে সবকিছু

—অধ্যাপক কিরণ চন্দ্র দেব

জোড়াতালি দিয়ে চলছে সবকিছু

বর্তমান শিক্ষাব্যবস্থায় সৃজনশীলতার ওপর জোর দেওয়া হলেও দক্ষ শিক্ষকের অভাবে তা ব্যাহত হচ্ছে। নির্দিষ্ট বিষয়গুলোতে অভিজ্ঞ শিক্ষকের অভাব প্রকট। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব গবেষণা হচ্ছে, সেগুলোর মানও প্রশ্নবিদ্ধ। এসব গবেষণা থেকে শিক্ষণীয় কিছু তৈরি হচ্ছে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে           এ মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কিরণ চন্দ্র দেব। তিনি বলেন, শিক্ষা পদ্ধতিতে সৃজনশীলতা এখন জরুরি বিষয়। এ বিষয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের কতটা শেখাতে পারছেন এটি বিবেচনায় নিতে হবে। তারা সৃজনশীলতা সম্পর্কে যে প্রশিক্ষণগুলো নিচ্ছেন তা সঠিকভাবে শিক্ষার্থীদের শেখাচ্ছেন কিনা তা মনিটর করতে হবে। প্রয়োজনে নির্ধারিত বিষয়ে উচ্চশিক্ষিত ও দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। অধ্যাপক কিরণ চন্দ্র দেব বলেন, প্রতিবছরই বিশ্ববিদ্যালয়ে কিছু গবেষণা হচ্ছে। গবেষণাগুলো সবই মানসম্মত হচ্ছে বললে মিথ্যা বলা হবে। কিছু গবেষণা দেখলে মনে হয়, রচনা লেখা হয়েছে। সেখানে নতুন তথ্য-উপাত্ত কিছুই নেই। শিক্ষকরা প্রমোশনের ধান্দায় এসব অন্তঃসারশূন্য গবেষণা প্রণয়ন করছেন। বিভিন্ন জায়গা থেকে কপি করে এনে এক জায়গায় জড়ো করা হয়েছে। এ গবেষণা থেকে শেখার কিছুই নেই। গবেষণার মান নির্ণয়ে মনিটরিং সেল এবং গাইডলাইন তৈরি করা প্রয়োজন। 

সর্বশেষ খবর