রবিবার, ৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

দাঙ্গা বাধাতে কোটি রুপি খরচ করেছেন হানিপ্রীত

প্রতিদিন ডেস্ক

দাঙ্গা বাধাতে কোটি রুপি খরচ করেছেন হানিপ্রীত

জোড়া ধর্ষণ মামলায় ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিমকে যখন আদালত দোষী সাব্যস্ত করে, সেই খবর আদালতের বাইরে আসতে তার ভক্তদের তাণ্ডবে মুহূর্তে উত্তাল হয়ে পড়েছিল পঞ্চকুলা। মৃত্যু হয় অন্তত ৩৬ জনের। ‘বাবা’র প্রতি ভক্তদের ভালোবাসা থেকেই সে দিনের এই বিপুল জনরোষ বলে দাবি করা হয়েছিল ডেরার তরফে। গুরমিত গ্রেফতারের ৩৮ দিন পর হানিপ্রীত গ্রেফতার হওয়ার পর কিন্তু উঠে এল অন্য তথ্য। পুলিশের দাবি, সে দিনের তাণ্ডব শুধুই ‘বাবা’র প্রতি ভক্তদের প্রেম ছিল না। এর মধ্যে লুকিয়ে ছিল টাকার খেলা। পুলিশের অভিযোগ, বাবাকে শক্তিশালী দেখাতে ও বাঁচানোর জন্য দাঙ্গা সৃষ্টি করতে কোটি টাকা খরচ করেছিলেন হানিপ্রীত। খোদ রাম রহিমের নির্দেশেই নাকি সেই টাকা এসেছিল ডেরার অ্যাকাউন্ট থেকে। এই টাকা হানিপ্রীত পঞ্চকুলার ডেরা প্রধানকে দেন। আর এই তথ্য দিলেন রাম রহিমের ব্যক্তিগত সহকারী ও গাড়ির চালক রাকেশ কুমার। সপ্তাহখানেক আগে ধরা পড়েছেন রাকেশ কুমার। পুলিশি জেরার মুখে  এই চাঞ্চল্যকর তথ্যটি দেন রাকেশ।

৩৮ দিন পালিয়ে বেড়ানোর পর গত ৩ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়েন হানিপ্রীত। টাকা দিয়ে হিংসা ছড়ানোর প্রশ্নে তিনি সন্তোষজনক উত্তর দিচ্ছেন না বলে প্রথম থেকেই অভিযোগ করছিল পুলিশ। পুলিশের সঙ্গে সহযোগিতা না করায় তার নার্কো পরীক্ষার আবেদন করা হতে পারে বলে জানিয়েছিল পুলিশ। এদিকে রাকেশ পুলিশি জেরায় ডেরা সম্পর্কে অনেক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। রাম রহিম সিং তার ডেরায় কাজ করা পুরুষদের খোজা (পুরুষত্বহীন) করে রাখতেন। ডেরার সাবেক সদস্য গুরদাস সিং তুরের এই দাবির সত্যতা পেয়েছে হরিয়ানা পুলিশ। রাম রহিমের এক ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতারের পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওই স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এখন সিবিআইয়ের হাতে। সেখানে দেখা গেছে, রাম রহিমের ওই সহযোগীকে জোরপূর্বক খোজা করে রাখা হয়েছে। আর এই খোজা পুরুষদের দায়িত্ব ছিল সাধ্বীদের থাকার জায়গা পাহারা দেওয়া। টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ খবর