সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ঘাটাইল মেয়রের বিচার দাবিতে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের উপস্থিতিতে সাংবাদিককে মেয়রের কার্যালয়ে আটক করে নির্যাতনের ঘটনায় ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান শহীদের শাস্তি দাবি করে মানববন্ধন করেছেন সাংবাদিক,  মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। গতকাল সকাল ১০টায় ঘাটাইল উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বীর  মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, মো. আবদুল হালিম, মো. আ. কাদের,  মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন, এনটিভির জেলা প্রতিনিধি মোহাব্বত হোসেন, এশিয়ান টিভির মোস্তফা, বিটিভির জয় সাহা, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি রবিউল আলম বাদল প্রমুখ। এ সময় বক্তারা পৌর মেয়রকে বিচারের আওতায় এনে তার শাস্তির দাবি জানান।

টক অব দ্য টাউন বাংলাদেশ প্রতিদিন : গতকাল বাংলাদেশ প্রতিদিনে ‘রানার সাম্রাজ্যে চলছে মেয়র শহীদের শাসন’ শীর্ষক খবরটি ঘাটাইলে টক অব দ্য টাউনে পরিণত হয়। সকালে এজেন্সিগুলোতে পত্রিকা আসার সঙ্গে সঙ্গে গ্রাহকরা হুমড়ি খেয়ে পড়েন। ফলে সব পত্রিকা মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যায়। সরকারি-বেসরকারি  অফিস-আদালত, চায়ের আড্ডা, স্কুল-কলেজ, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খবরটি ছিল আলোচনায়। অনেককেই খবরটি ফটোকপি করে বিক্রি করতে দেখা যায়। ভিড় পড়ে যায় ফটোকপির দোকানে। দোকানদাররা জানান, পত্রিকা না পাওয়ায় অনেকেই পত্রিকার খবরটি ফটোকপি করতে দোকানে আসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর