সোমবার, ৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বনশ্রীতে গৃহবধূর রহস্যময় হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা বনশ্রীতে জান্নাতুল বুশরা সুমনা (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার স্বামীর নাম মো. রাসেল। তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ। বুশরার বোনের অভিযোগ স্বামী রাসেলই তাকে হত্যা করেছে।

রাসেল দাবি করেন, তারা স্বামী-স্ত্রী দুজন বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ির সপ্তম তলায় থাকেন। দেড় বছর আগে প্রেম করে নিজেরা বিয়ে করেন, দুজনেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পাস করে প্রাইভেট ফার্মে চাকরি করছেন। তিনি বলেন, আমি রাতে বনানীর অফিস থেকে বাসায় ফিরে দরজায় নক করি, ডাকাডাকি করি। কিন্তু দরজা খুলছিল না। তখন সুমনার মোবাইল ফোনে কল দেই, তাতেও সাড়া পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে ভিতর থেকে এক যুবক বের হয়। তাকে ধরতে গেলে সে আমাকে ইট দিয়ে আঘাতের চেষ্টা করে। তখন আমি দৌড়ে নিচে গিয়ে দারোয়ানকে গেট আটকাতে বলি। কিন্তু গেট বন্ধ করলেও ওই লোকটি পালিয়ে যায়। রাসেল আরও দাবি করেন, তিনি ঘরে ঢুকে দেখেন সুমনার হাত পেছন দিকে বাঁধা এবং মুখ বাঁধা। গলায় কাপড় পেঁচানো এবং শরীরের নিচের অংশ বিবস্ত্র। সঙ্গে সঙ্গে দুই বন্ধুকে খবর দিয়ে তারা আসার পর ও বাসার অন্য লোকজনের সহযোগিতায় স্ত্রীকে নিয়ে স্থানীয় ফরাজী হাসপাতালে যাই। সেখান থেকে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে সুমনার বোন রোমানা জানান, তার স্বামীই (রাসেল) তাকে হত্যা করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর