মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রার্থীকে হতে হবে তরুণ ও দুরদর্শী

—উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহ

প্রার্থীকে হতে হবে তরুণ ও দুরদর্শী

২১ শতকের রূপকল্প যার মাথায় আছে, ভিশন ২০২১ যিনি ধারণ করেন, সে রকম ব্যক্তি মেয়র প্রার্থী হলে ভালো হয়  বলে মনে করেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে যতগুলো সিটি করপোরেশন আছে, তার মধ্যে রংপুর সিটি করপোরেশন উন্নয়নের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে। এ সিটির বড় একটা অংশই পল্লী এলাকা। মেয়র পদে সেই প্রার্থী দরকার, যার মধ্যে এই বৃহৎ পল্লী এলাকার উন্নয়নে একটা মাস্টার প্ল্যান তৈরির দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এলাকা রংপুর। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন। তার স্বপ্ন বাস্তবায়ন করতে চাইলে এমন চিন্তা যার মাথায় আছে, তেমন প্রার্থীকে মেয়র পদে মনোনয়ন দেওয়া দরকার। উপাচার্য কলিমউল্লাহ মনে করেন, তরুণ ও দুরদর্শীসম্পন্ন, দৌড়ঝাঁপ করে কাজ করতে পারবেন, তেমন প্রার্থী মেয়র হলে নগরবাসী উপকৃত হবে। তবে প্রার্থীকে অবশ্যই সৎ ও শিক্ষিত হওয়া বাঞ্ছনীয়।

সর্বশেষ খবর