মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

উন্নয়নের স্বপ্ন দেখেন এমন প্রার্থী চাই

—অধ্যক্ষ আবদুল ওয়াহেদ

উন্নয়নের স্বপ্ন দেখেন এমন প্রার্থী চাই

সৎ, শিক্ষিত, উন্নয়নশীল চিন্তা-চেতনার ধারক এবং সাহসী ব্যক্তিকে মেয়র পদে প্রার্থী প্রত্যাশা করেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুল ওয়াহেদ মিঞা। রাজনৈতিক ছদ্মাবরণে ব্যবসায়ী ও কালো টাকার মালিকদের মেয়র পদে প্রার্থী হিসেবে দেখতে চান না এই শিক্ষক নেতা। তিনি মনে করেন, সেই ব্যক্তি প্রার্থী হলে নাগরিকরা উপকৃত হবেন, যিনি সত্যিকারভাবে একজন দেশপ্রেমিক, যিনি জনসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন, যিনি উন্নয়নের স্বপ্ন দেখেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে সে স্বপ্ন বাস্তবায়নে অবিচল। তিনি বলেন, নির্বাচনের আগে প্রার্থীরা যা বলেন, নির্বাচিত হয়ে তা করেন না। জনসেবার পরিবর্তে নিজের আখের গোছাতেই তারা ব্যস্ত থাকেন। রসিকের আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রার্থী মনোনয়ন দিলে দল যেমন লাভবান হবে, তেমনি সেই প্রার্থী নির্বাচিত হলে তার কাছ থেকে নাগরিকরাও সুফল পাবে।

সর্বশেষ খবর