মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নাগরিকবান্ধব প্রার্থী সুফল দিতে পারে

—মোশফেকা রাজ্জাক

নাগরিকবান্ধব প্রার্থী সুফল দিতে পারে

সৎ, উন্নয়নমুখী এবং নাগরিকবান্ধব প্রার্থীকেই মেয়র পদে দেখতে চান সচেতন নাগরিক কমিটি (সনাক) রংপুর জেলা শাখার সভাপতি মোশফেকা রাজ্জাক। তিনি মনে করেন, নাগরিকের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং নাগরিকের সঙ্গে ভালো আচরণ করেন এমন প্রার্থীই ভোট পাওয়ার যোগ্যতা রাখেন। নাগরিকবান্ধব প্রার্থী নির্বাচিত হলে তার কাছ থেকে সুফল পাওয়া সম্ভব। মোশফেকা রাজ্জাক বলেন, মানুষ শতভাগ সৎ হতে পারে না। তবে মেয়র পদে যিনি প্রার্থী হবেন তাকে অনেকটাই সৎ হওয়া চাই। তার মধ্যে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উন্নয়নের চিন্তা-চেতনা থাকতে হবে। কারণ নাগরিকরা মেয়রের কাছে অর্থ-কড়ি চান না। তারা চান এলাকার উন্নয়ন। চলাচলের পথটা যেন ভালো হয়। তিনি বলেন, নাগরিকদের খুব কাছের প্রশাসন হচ্ছে সিটি করপোরেশন। নাগরিকদের নানা প্রয়োজনে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করতে যেতে হয়। মেয়র নাগরিকবান্ধব না হলে নাগরিকদের কাজ করা দুরূহ হয়ে পড়ে। তিনি বলেন, ব্যবসায়ীরা যতটা না জনগণের কাছাকাছি যেতে পারেন, তার চেয়ে বেশি জনসম্পৃক্ততা রয়েছে রাজনীতিকের। তারা জনগণের সুখ-দুঃখ বোঝেন। তাই আমি মনে করি রাজনীতিকরা মেয়র হলে তাদের মধ্যে বাণিজ্যের লিপ্সা খুব একটা থাকবে না।

সর্বশেষ খবর