মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তোফা ও তোহুরার হবে আরও দুটি অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার শিশু তোফা ও তোহুরাকে স্বাভাবিক জীবনে ফেরাতে আরও দুটি বড় অপারেশন দরকার বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা জানান, পরের দুটি অপারেশনের জন্য অন্তত ছয় মাস অপেক্ষা করতে হবে। 

তারা জানান, তোহুরার প্রশ্রাবে ইনফেকশন ধরা পড়েছে। এনিয়ে গতকাল চলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। তবে তোফা এখন সুস্থ আছে। ঢামেক সূত্র জানায়, আলাদা হওয়ার পর থেকেই কিছুটা অসুস্থ ছিল তোহুরা। গত কয়েকদিন ধরে ভর্তি ছিল গাইবান্ধা সদর হাসপাতালে। রবিবার তাদের আনা হয় ঢামেক হাসপাতালে। প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষক রাজু মিয়ার ঘরে জন্ম নেয় পিঠ থেকে কোমর পর্যন্ত জোড়া লেগে থাকা শিশু তোফা ও তোহুরা। চলতি বছরের আগস্টের প্রথম দিনে ঢামেক হাসপাতালের ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক ৬ ঘণ্টার অপারেশনে তাদের আলাদা করেন। প্রথম দফা অপারেশনের সব খরচ বহন করে সরকার।

সর্বশেষ খবর