বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

দেশের খাদ্য ঘাটতি মেটাতে মিয়ানমার থেকে ১ লাখ টন আতপ চাল আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের বাইরে অবস্থান করায় বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘দেশে খাদ্য সংকট না থাকলেও মজুদ বাড়াতে মিয়ানমার থেকে ১ লাখ টন আতপ চাল আমদানি করা হচ্ছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, মিয়ানমার  থেকে জি-টু-জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এক লাখ টন আতপ চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এখন এ ব্যাপারে চুক্তি হবে। প্রতি টন চালের মূল্য পড়বে ৪৪২ ডলার। সে হিসাবে এক লাখ টন চাল আমদানি করতে ব্যয় হবে ৩৬৬ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৬৯১টি বই মুদ্রণের প্রস্তাব এসেছিল, তাও অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১১২ কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকা।

সর্বশেষ খবর