শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শিশু কিশোরদের মিলন মেলা জাতীয় প্রেস ক্লাবে

নিজস্ব প্রতিবেদক

শিশু কিশোরদের মিলন মেলা জাতীয় প্রেস ক্লাবে

প্রতিযোগিতা ঘুরে দেখছেন অতিথিরা

জাতীয় প্রেস ক্লাবের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর। শিশুরা গাইছে, ছবি আঁকছে, কবিতা আবৃত্তি করছে, কেউবা খেলছে লুডু। কোথায় তাল কাটছে তা নিয়ে বিচারকরা পয়েন্ট টুকছেন। ওসব নিয়ে শিশুদের মাথাব্যথা নেই। ওরা মেতে আছে প্রতিযোগিতার আনন্দে। এর আগে সপ্তাহব্যাপী শিশু আনন্দ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, আজ ক্লাব সদস্য ও সন্তানদের জন্য এক আনন্দময় দিন। প্রতিবছর শিশু আনন্দ মেলা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ক্লাব সদস্য ও তাদের সন্তানদের জন্য এই নির্মল বিনোদনের আয়োজন করে আমরা ক্লাব পরিবারের সদস্য হিসেবে সবাই সেই আনন্দ ভাগভাগি করে নিই। শিশুদের এই আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়েই প্রতিবছরের মতো এবারও আমরা জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করছি। উদ্বোধন ঘোষণা করছি প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচির। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম, ব্যবস্থাপনা কমিটির সদস্য শামসুদ্দিন আহমেদ চারু, মাইনুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন শিশু আনন্দমেলা ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক আইনুল হক মুন্না। আজ দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলার সমাপনী দিনের কর্মসূচি শুরু হবে সকাল সাড়ে ৯টায়। একে একে অনুষ্ঠিত হবে শিশুদের দৌড়, অঙ্ক দৌড়, বিস্কুট দৌড় এবং ভারসাম্য দৌড় প্রতিযোগিতা। এ ছাড়া সকাল ১০টায় শিশুদের শুটিং প্রতিযোগিতা, ১১টায় মহিলাদের পিলো পাসিং, দুপুর ১২টায় যেমন খুশি সাজো ও সাড়ে ১২টায় দড়ি টানাটানি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিশেষ খাবার ও বিশ্রাম শেষে বিকাল ৪টায় শুরু হবে শিশুদের জন্য সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আগামীকাল থেকে চলবে ক্লাব সদস্যদের জন্য আয়োজিত টেবিল টেনিসসহ নানা প্রতিযোগিতা। ২০ তারিখ শুক্রবার সকালে ম্যারাথন, সন্ধ্যায় কেক কাটা ও ডিনার দিয়ে শেষ হবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা।

সর্বশেষ খবর