শিরোনাম
রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

সোনা চোরাচালানে বিমানকর্মীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

সোনা চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিমানকর্মী ওমর ফারুকসহ দুজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। গতকাল ভোরে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রায় দেড় কেজি সোনা জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে ২৮০ কার্টন সিগারেটসহ আরও একজনকে আটক করে ঢাকা কাস্টমস হাউস। শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসেন কাজী কামরুল ইসলাম নামে এক যাত্রী। কামরুল বোর্ডিং ব্রিজ পার হওয়ার সময় তার সঙ্গে থাকা এক কেজি ২০০ গ্রাম সোনা বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার ওমর ফারুকের কাছে গোপনে হস্তান্তর করেন। এ সময় উভয়কেই হাতেনাতে ধরে ফেলেন শুল্ক গোয়েন্দারা। এদিকে গতকাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ২৮০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা। এ সময় বাহার উদ্দিন নামে একজনকে আটক করা হয়।  ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, বাহার উদ্দিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় আসেন। আগে থেকে কাস্টমসের লোকজন ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে নজরদারি রাখে। ১ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ নিয়ে দ্রুত চলে যাওয়ার সময় বাহার উদ্দিনকে আটকে দেওয়া হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার তিনটি লাগেজ খুলে মোট ২৮০ কার্টন আমদানি নিষিদ্ধ ইজি স্পেশাল ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করা হয়।

সর্বশেষ খবর