সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছাত্ররা চাচ্ছে না বলেই নির্বাচন হচ্ছে না

—— অসীম কুমার উকিল

ছাত্ররা চাচ্ছে না বলেই নির্বাচন হচ্ছে না

ছাত্র সংসদ নির্বাচনে নেতৃত্বের প্রতিযোগিতা হয়। যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে এই নির্বাচনের মাধ্যমে। এ ছাড়া ছাত্রদের বিভিন্ন দাবি, অধিকারের বিষয়গুলোও উঠে আসে এ নির্বাচিত সংসদের মাধ্যমে। এটা যে ছাত্রদের দাবি সেটিই এখনো প্রতিষ্ঠিত হয়নি। ছাত্ররা চাচ্ছে না বলেই এ নির্বাচন হচ্ছে না। ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানুষের প্রয়োজনকে সঙ্গে নিয়ে ছাত্রসমাজ জেগে ওঠে। ছাত্রদের চেতনার জায়গাগুলোও হয়তো সীমাবদ্ধ হয়ে গেছে এখন। আমি মনে করি, অবিলম্বে ডাকসুসহ সব ছাত্র সংসদ নির্বাচন হওয়া প্রয়োজন। কারণ, এই ছাত্র সংসদগুলো হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা। আগামী দিনের নেতা বের হবে ছাত্র সংসদ থেকে— এমনটিই আমাদের প্রত্যাশা। আজকের বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ছাত্র রাজনীতির ফসল। ছাত্র রাজনীতি, ক্যাম্পাস সচল রাখার জন্য নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার। এ ব্যাপারে ছাত্রদেরই এগিয়ে আসতে হবে। অন্যথায় ছাত্র সংসদ কার্যকর হওয়া সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন স্বার্থ নিয়ে এগিয়ে আসে ছাত্র সংসদগুলো। বিভিন্ন মহলসহ আমরাও বলছি ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। আওয়ামী লীগের এই নেতা বলেন, সরকার, দলের ছাত্রনেতারাও ডাকসু নির্বাচনসহ অন্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে।

সর্বশেষ খবর