সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছাত্র সংসদ না থাকায় ভুঁইফোড়রা রাজনীতিতে

——— শফি আহমেদ

ছাত্র সংসদ না থাকায় ভুঁইফোড়রা রাজনীতিতে

ছাত্র সংসদ নির্বাচন থেকেই জাতীয় পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে উঠবে। এ নির্বাচন না হওয়ার কারণে সমাজের নিম্ন স্তর থেকে ভুঁইফোড় ব্যক্তিরা রাজনীতিতে অনুপ্রবেশ করছে। বাংলাদেশ ছাত্রলীগের (জাসদ) সাবেক সাধারণ সম্পাদক শফি আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। তিনি বলেন, এই ভুঁইফোড় ব্যক্তিরা রাজনীতিতে এসে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। শফি আহমেদ আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে সরকারের সহযোগিতা নিশ্চিত করবে। ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও মাঝে-মধ্যে বলেন যে, তারা ছাত্র সংসদ নির্বাচন চান। ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা উল্লেখ করে রাষ্ট্রপতিও বক্তব্য দিয়েছেন। কিন্তু কেন এসব নির্বাচন হচ্ছে না এ প্রশ্নের উত্তর খুব জটিল। তাদের চাওয়া আর বাস্তবায়িত না হওয়ার পেছনে কী কারণ তা জানা যায় না। কেন এ নির্বাচন সম্ভব হয় না তা রহস্যজনক। স্পষ্টভাবে এর কেউ দায়িত্ব নেয় না। দীর্ঘদিন ধরে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না এটি খুবই দুঃখজনক। যারা উপাচার্য আছেন তারা সংশ্লিষ্ট ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে এর আয়োজন করবেন বলে আমি আশা করি। এ নির্বাচন জরুরি। কারণ এখান থেকে ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবে। তারাই রাজনৈতিক এবং একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করবে। শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে।

সর্বশেষ খবর