সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

বাংলাদেশি হত্যায় দুই ভারতীয়র শিরশ্ছেদ

প্রতিদিন ডেস্ক

সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বাংলাদেশিকে হত্যার দায়ে আদালতের আদেশে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বাংলাদেশি বাবুল হুসেইন জব্বারের খুনি কুমার ভাস্কর এবং লিয়াকত খান রহমানের শিরশ্ছেদ করা হয়। খবর : বিডিনিউজ’র। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, রিয়াদে একটি  কোম্পানিতে কাজ করতেন বাংলাদেশি জব্বার। কোম্পানির বিপুল পরিমাণ অর্থ চুরিতে বাধা দেওয়ায় ওই দুই ভারতীয় নাগরিক জব্বারকে ছুরিকাঘাতে হত্যা করে। কোম্পানির অর্থ চুরি করে আত্মগোপন করার সময় সৌদি পুলিশ ওই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করে। জব্বারের পেটে ছুরিকাঘাত করেছিলেন ভাস্কর। অপরদিকে রহমান জব্বারে গলা কাটার সময় ভাস্কর জব্বারকে ঝাপটে ধরে রেখেছিলেন। জব্বারের হেফাজতে রক্ষিত অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে অভিযুক্ত দুজন পূর্বপরিকল্পিতভাবে জব্বারকে হত্যা করেন বলে আদালতে প্রমাণ হয়।   বিচারে  দোষী সাব্যস্ত হওয়ার পর স্থানীয় আদালত ওই দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদে মৃত্যুদণ্ডের আদেশ  দেয়। একইদিন দেশটির উত্তরাঞ্চলীয় আল জউফ অঞ্চলের আল কুরাইয়াতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত অ্যামফেটামিন বড়ি রাখার দায়ে দোষী সাব্যস্ত এক সৌদি ও এক ফিলিস্তিনি নাগরিকেরও শিরশ্ছেদ করা হয় বলে জানিয়েছে সৌদি গেজেট।

সর্বশেষ খবর