মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নেতৃত্ব সংকট তৈরির ষড়যন্ত্র চলছে

—রাজীব আহসান

নেতৃত্ব সংকট তৈরির ষড়যন্ত্র চলছে

বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের সঙ্গে আঁতাতের মাধ্যমে ষড়যন্ত্র করে চলছে। তারা নেতৃত্ব সংকট তৈরির চেষ্টায় বছরের পর বছর বন্ধ করে রেখেছে ডাকসু নির্বাচন। ভবিষ্যৎ নেতৃত্বকে মেধাশূন্য করার পাঁয়তারায় সচল হচ্ছে না ডাকসু। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজীব আহসান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় স্বাধীন মত প্রকাশের জায়গা। এখানে সরকারের চাওয়ার বাইরে অসংখ্য ভিন্ন মত উঠে আসে। ছাত্র সংগঠনগুলো সেই ভিন্ন মত প্রকাশের জায়গা। সরকারের চাওয়া-পাওয়ার জন্য বন্ধ আছে ডাকসু নির্বাচন। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের তল্পিবাহক হয়ে কাজ করছে। সরকারের সঙ্গে একীভূত হয়ে তারা নির্বাচন হতে দিচ্ছে না। ডাকসু নির্বাচন না হওয়ার কারণে জাতীয় নেতৃত্বে ছাত্রনেতাদের প্রবেশাধিকার সংকুচিত হচ্ছে। শিক্ষার্থীরা রাজনীতিবিমুখ হয়ে পড়ছে। সরকার আর প্রশাসনের ইচ্ছার নিচে চাপা পড়ছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার।

সর্বশেষ খবর