মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছাত্র প্রতিনিধিত্ব নেই সিনেটে

—লিটন নন্দী

ছাত্র প্রতিনিধিত্ব নেই সিনেটে

ডাকসু নির্বাচনের সঙ্গে ছাত্রদের ক্ষমতা এবং অধিকার জড়িত। ডাকসুর কারণে প্রশাসন চাইলেই জোর করে শিক্ষার্থীদের ওপর কিছু চাপিয়ে দিতে পারে না। কিন্তু দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় ছাত্র প্রতিনিধি ছাড়াই অগণতান্ত্রিকভাবে বসছে সিনেট। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লিটন নন্দী।

দ্রুত ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়ে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান এই ছাত্রনেতা। তিনি আরও বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা তাদের নেতা বাছাই করতে পারছে না, তাদের দাবি উপস্থাপন করতে পারছে না, গণতান্ত্রিক অধিকার ফিরে পাচ্ছে না। সব প্রশাসনই কথা দেয়, কিন্তু কাজ হয় না। শিক্ষক সমিতি থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারী সব ধরনের নির্বাচন ক্যাম্পাসে হয়। কিন্তু যাদের জন্য সব আয়োজন সেই ছাত্র সংসদ নির্বাচনই হয় না।

সর্বশেষ খবর