বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ছাত্র সংগঠনগুলোর কোনো প্রস্তুতি নেই

——— অধ্যাপক আবদুস সোবহান

ছাত্র সংগঠনগুলোর কোনো প্রস্তুতি নেই

আমরা নির্বাচন দিতে প্রস্তুত। কিন্তু ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনো প্রস্তুতি নেই। রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীদের দাবি আমাদের কাছে পৌঁছানো সহজ হবে। এ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে। আমি দায়িত্ব নেওয়ার পর রাকসু নির্বাচন দেব বলে ছাত্র সংগঠনগুলোকে জানিয়েছি। কিন্তু তাদের কোনো জোরালো মনোভাব নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান। তিনি বলেন, ছাত্র সংগঠনগুলোকে বলেছি তারা প্রস্তুত হলে রাকসু নির্বাচন হবে। কিন্তু তাদের কোনো ইচ্ছা বা প্রস্তুতি এখন পর্যন্ত চোখে পড়েনি। এক্ষেত্রে তাদের সদিচ্ছার অভাব আছে। রাকসু নির্বাচন হলে সিনেটে ছাত্রদের অংশগ্রহণ নিশ্চিত হবে। সব আয়োজন যেহেতু ছাত্রদের জন্য তাই তাদের প্রয়োজনীয়তা শোনা আমাদের প্রথম কর্তব্য। অধ্যাপক এম আবদুস সোবহান আরও বলেন, বেশ কিছু ছাত্র সংগঠন আছে যারা রাকসু নির্বাচন একেবারেই চায় না বলে আমার অনুমান। কারণ এখন অনেক সংগঠন থাকায় সেগুলোর নেতা হিসেবে নিজেদের ইমেজ তৈরি করতে পারছে। কিন্তু রাকসু নির্বাচন হলে একটা সংগঠনের ছাতার নিচে সবাইকে আসতে হবে। তখন তাদের ক্ষমতা দেখানোর আর জায়গা থাকবে না।

সর্বশেষ খবর