বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রশাসন চাইলেই নির্বাচন সম্ভব

— গোলাম কিবরিয়া

প্রশাসন চাইলেই নির্বাচন সম্ভব

বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই রাকসু নির্বাচন সম্ভব। নির্বাচনের জন্য উপাচার্য বরাবর দাবি জানিয়ে স্মারকলিপিও দিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করলেও নির্বাচন হচ্ছে না। তাই রাকসু নির্বাচন না হওয়ার দায় বিশ্ববিদ্যালয় এড়াতে পারে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছি। তবু বিভিন্ন কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবিগুলোর কথা আমাদের বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তুলে ধরতে পারছেন না। তাদের প্রয়োজন নির্বাচিত ছাত্র প্রতিনিধির। গোলাম কিবরিয়া বলেন, যদি রাকসু নির্বাচন হতো, তবে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তাদের নির্বাচিত নেতাদের মাধ্যমে প্রশাসনের কাছে তুলে ধরতে পারতেন। আমরা সব সময় চাই রাকসু নির্বাচন হোক। সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটের মাধ্যমে যোগ্য ও মেধাবী ছাত্র প্রতিনিধি তৈরি করুক। এ ছাড়া রাবিতে নির্বাচন দেওয়ার মতো পরিবেশও রয়েছে।

সর্বশেষ খবর