বুধবার, ১৮ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

সরকার ও প্রশাসনের সদিচ্ছার প্রয়োজন

——— ইমতিয়াজ আহমেদ

সরকার ও প্রশাসনের সদিচ্ছার প্রয়োজন

রাকসু নির্বাচনের জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার প্রয়োজন। মূলত তারা না চাওয়ার কারণেই রাকসু নির্বাচন হচ্ছে না। ফলে দীর্ঘ ২৭ বছর ধরে রাবিতে নতুন নেতৃত্ব তৈরির দ্বার বন্ধ হয়ে আছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদ। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীর মধ্য থেকে সৎ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব তৈরি করতে রাকসুর কোনো বিকল্প হতে পারে না— এ কথাটি নতুন নয়। এখন যে কোনো সময়ের চেয়ে রাবিতে রাজনৈতিক পরিবেশ অনেক ভালো। সরকার চাইলেই নির্বাচন হতে পারে। ইমতিয়াজ আহমেদ বলেন, নির্বাচন না হওয়ার কারণে ক্যাম্পাসে সব সময় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো একক রাজত্ব কায়েম করে। আগামী মাসে অন্য রাজনৈতিক সংগঠনগুলোর সঙ্গে আমরা আলোচনায় বসব। আলোচনা সাপেক্ষে তাদের সঙ্গে নিয়ে রাকসু নির্বাচনের জন্য ক্যাম্পাসে আন্দোলন শুরু করব।

সর্বশেষ খবর