বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অসৎ উদ্দেশ্যে নেতাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সরকার : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনসহ শান্তি, স্বস্তি ও স্থিতিশীলতা কিছুই চায় না। জোরজবরদস্তির মাধ্যমেই ক্ষমতায় থাকতে চায় তারা। এ জন্য সরকার রাষ্ট্রশক্তি ব্যবহারের মাধ্যমে গোটা দেশকে নরকে রূপান্তর করেছে। এ সরকারের শাসনামলে দেশে আইনের শাসন না থাকায় বিরোধী দলের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। গতকাল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেলসহ দলীয় নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশির নামে পুলিশি হয়রানির প্রতিবাদে তিনি এ বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই তাদের বাসাবাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে এই তল্লাশি ও তাণ্ডব চালিয়েছে সরকার। বিএনপির নেতা-কর্মী এবং জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়াতেই এসব অপকর্ম সাধনে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার। নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারীর বাসায় পুলিশি তল্লাশি, যুববিষয়ক সম্পাদক টিপুকে বিনা মামলায় গ্রেফতার, খুলনা জেলা ও মহানগর, মানিকগঞ্জ জেলাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশির নামে ব্যাপক ভয়ভীতি প্রদর্শন, দেশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়েছে। এরই অংশ হিসেবে গাজীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন তালুকদার, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফিরোজ, মানিকগঞ্জে বিএনপি নেতা রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা দীপু, ফরহাদ, গাজীপুর বিএনপি নেতা অ্যাডভোকেট লাবিব উদ্দিন, অ্যাডভোকেট লেহাজউদ্দিন, আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেনসহ সারা দেশ থেকে অসংখ্য দলীয় নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিএনপি চেয়ারপারসনের দেশে আগমন উপলক্ষে তাকে সংবর্ধনা জানানোর জন্য বিভিন্ন স্থান থেকে বিমানবন্দরের উদ্দেশে আসা নেতা-কর্মীদের পথিমধ্যে ব্যাপক বাধা দিয়েছে পুলিশ। ময়মনসিংহ দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ফখরউদ্দিন বাচ্চুর নেতৃত্বে নেতা-কর্মীদের বহনকারী ২০টি বাসে তল্লাশি ও বাসগুলো ফিরে যেতে বাধ্য করেছে পুলিশ। এ ছাড়া মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৫টি বাসভর্তি নেতা-কর্মীসহ হাজারীবাগ থানা বিএনপির চারটি বাস বিমানবন্দরে আসতে বাধা দিয়ে ফিরিয়ে দেয় পুলিশ।

এসব ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেন মির্জা ফখরুল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর