বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

হাদিসের অপব্যাখ্যা ঠেকাতে ব্যবস্থা নিচ্ছে সৌদি আরব

প্রতিদিন ডেস্ক

মুসলমানদের নবী মুহাম্মদের বাণী ব্যবহার করে কোনো জঙ্গি গোষ্ঠী যেন জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদকে জায়েজ করতে না পারে সে জন্য সৌদি সরকার একটি নতুন ধর্মীয় কর্তৃপক্ষ গঠন করেছে। বাদশাহ সালমান পবিত্র মদিনা নগরী থেকে জারি করা এক ফরমান বলে এ ঘোষণা দেন। সারা বিশ্বের নাম করা ইসলামী চিন্তাবিদদের এ প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে। খবর বিবিসির।

 সৌদি তথ্য মন্ত্রণালয় বলছে, সহিংসতা এবং অপরাধের পক্ষে সাফাই হিসেবে যেসব ভুয়া ইসলামী লেখার বরাত দেওয়া হয়, সেগুলো নির্মূল করা হবে এ প্রতিষ্ঠানের কাজ। উল্লেখ্য, আল কায়েদা এবং ইসলামিক স্টেটের মতো জঙ্গি গোষ্ঠীগুলো নবী মুহাম্মদের হাদিস এবং অন্যান্য ধর্মীয় লেখা ব্যাখ্যা করে তাদের কার্যক্রমের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করে। বাদশাহ সালমান এক ফরমান জারি করে এ ধর্মীয় কর্তৃপক্ষ গঠন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর