শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বর্জ্যে ভরাট হচ্ছে নদী খাল

শফিকুল ইসলাম সোহাগ

বর্জ্যে ভরাট হচ্ছে নদী খাল

রাজধানীর দুই সিটি করপোরেশনের বর্জ্যে ভরাট হচ্ছে আশপাশের নদী ও খাল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন এলাকায় প্রতিদিন আবর্জনা উৎপাদন হয় প্রায় ৭ হাজার টন। নানা জটিলতায় রোজকার বর্জ্য রোজ অপসারণ করতে পারছে না কর্তৃপক্ষ। ফলে রাস্তাঘাট, অলিগলি, আবাসিক, বাণিজ্যিক কি শিল্প এলাকা সর্বত্রই ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকছে। বৃষ্টি হলে এসব আবর্জনা সরাসরি ড্রেনে চলে যাচ্ছে। আবার অনেকে ইচ্ছা করেও ড্রেন ও নদীতে বর্জ্য ফেলছে। ফলে এসব বর্জ্যে রাজধানীর বিভিন্ন ডোবা-নালা ও নদী-খাল ভরাট হচ্ছে। অন্যদিকে যত্রতত্র ময়লা পড়ে থাকায় নগরবাসীকে নানা দুর্ভোগ সহ্য করতে হচ্ছে।

এ বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, নগরীতে প্রতিদিন যে পরিমাণ বর্জ্য উৎপাদন হচ্ছে তা যথাসময়ে অপসারণ করা হলে এসব বর্জ্য কেউ নদী বা খালে ফেলত না। আবর্জনার কারণে রাজধানীর ডোবা-নালা এবং নদী-খাল দূষিত ও ভরাট হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এ বিষয়ে ডিএসসিসি-ডিএনসিসিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন হতে হবে। কারণ তাদের বর্জ্য থেকে মারাত্মক দূষণ ছড়াচ্ছে। এ বিষয়ে কঠোর আইন করার প্রয়োজন। জানা গেছে, নগরীর দেড় কোটি মানুষের সঙ্গে বিভিন্ন স্থান থেকে আসা আরও ৩০ লাখ মানুষ প্রতিদিন বাড়তি বর্জ্য উৎপাদন করছে। ডিএসসিসি ও ডিএনসিসি দৈনিক অপসারণ করতে পারে মাত্র ৪ হাজার টন। বাকি বর্জ্য পড়ে থাকে রাস্তাঘাটসহ যেখানে সেখানে। এর সঙ্গে ক্লিনিক্যাল বর্জ্যও যোগ হচ্ছে। অনেকে ইচ্ছা করেও ডোবা-খাল ও নদীতে তাদের বর্জ্য ফেলছে। অন্যদিকে নগরীর অনেক এলাকায় এখনো স্যুয়ারেজ লাইন নেই। নেই বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয়। এ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্বও যথাযথভাবে পালন করেন না। সরকারি দলের লোক হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না। জানা গেছে, ডিএসসিসি এলাকায় দৈনিক আবর্জনা উৎপন্ন হয় প্রায় ৩ হাজার ৫০০ টন। এর মধ্যে প্রতিদিন অপসারণ করা হচ্ছে ১ হাজার ৯০০ টন। বাকি ১ হাজার ৬০০ টন আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এসব আবর্জনায় ডোবা-নালা ও নদী-খাল ভরাট হচ্ছে। সরেজমিন দেখা গেছে, ডিসিসি দক্ষিণের ২২, ২৩, ২৪, ২৫, ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ডের বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে বুড়িগঙ্গার শাখা নদীতে। হাজারীবাগের কোম্পানিঘাট-সংলগ্ন শাখা নদীতে ডিএসসিসির বর্জ্য বিশাল স্তূপে পরিণত হয়েছে। সেকশন বেড়িবাঁধ থেকে কামরাঙ্গীর চর লোহার ব্রিজসংলগ্ন শাখা নদীর পাড়ে প্রতিদিন ডিএসসিসির গাড়িতে করে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। রাজধানীর লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীর চর এলাকার পাশ দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গার শাখা নদীকে ওইসব এলাকার মানুষ আবর্জনার ভাগাড়ে পরিণত করেছে। এ ছাড়া সিটি করপোরেশনের গাড়িতে করে আবর্জনা ফেলা হচ্ছে বেড়িবাঁধের ঢালে। ঠিকমতো ওইসব এলাকার আবর্জনা পরিষ্কার না করায় এলাকাবাসী ডোবা-নালাকে আবর্জনা ফেলার স্থান মনে করে ময়লা-আবর্জনা ফেলছে। এদিকে জনবল সংকট ও আন্তবিভাগ সমন্বয়হীনতার কারণে নগর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালী হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর