শিরোনাম
শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
থামছে না বর্বরতা বখাটেপনা

গৃহবধূসহ দুজনকে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ী গ্রামে অনৈতিক কাজের অভিযোগে এক গৃহবধূসহ দুজনকে গাছে বেঁধে পিটিয়েছে সমাজপতিরা। পরে শালিস বিচারের মুখোমুখি হওয়ার শর্তে তাদের মুক্ত করা হয়। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল সকালে পুলিশ নির্যাতনকারী অভিযোগে পাঁচজনকে আটক করেছে। এ খবর লেখা পর্যন্ত আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিল। আটককৃতরা হলেন, একই গ্রামের সাত্তার আলীর ছেলে ডালিম হোসেন (৩৫), জামিরুল ইসলামের ছেলে আবুল কালাম (২৪), জালাল উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন (২১), রিফাত আলীর ছেলে সাদেক আলী (৬০) ও মৃত আহম্মদ আলীর ছেলে হাসিবুল ইসলাম (৫৭)। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে জানান, গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হাসানুজ্জামান হাসান (৩৫) বুধবার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের একটি বাড়িতে যান। এ সময় অনৈতিক কাজের অভিযোগ তুলে কতিপয় যুবক হাসান ও ওই বাড়ির গৃহবধূকে একটি ঘরে আটক করে। পরে বাড়ির সামনের একটি গাছে তাদের এক দড়িতে বাঁধা হয়। চলে মারপিট। প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর রাত সাড়ে ১০টার দিকে শালিসে বিচারের শর্তে তাদেরকে বাঁধনমুক্ত করা হয়।

তবে গৃহবধূকে তুলে দেওয়া হয় হাসানের বাড়িতে। এ নিয়ে গ্রামে উত্তেজনা চলছে। নির্যাতনের শিকার হাসান জানান, ‘গৃহবধূর স্বামী দিনমজুর। আমি কামলা খুঁজতে তার বাড়িতে গিয়েছিলাম। এ সময় গ্রামের একটি কুচক্রী মহল ষড়যন্ত্রমূলকভাবে আমাদের ঘরে আটকে রাখে। পরে গাছে বেঁধে নির্মম নির্যাতন চালায়।’ তিনি অভিযোগ করেন, গ্রামের ডালিম হোসেন, আবুল কালাম, মনোয়ার হোসেন, সাদেক আলী ও হাসিবুল ইসলাম তাদের মারপিট করেন। ওসি আকরাম হোসেন আরও জানান, ঘটনা শুনে গ্রামে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত পাঁচজনসহ নির্যাতিত নারীকে থানায় আনা হয়েছে। নির্যাতিতা লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করা হবে।

সর্বশেষ খবর