শুক্রবার, ২০ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন দুই দলের মনোনয়নপ্রত্যাশীরা

মাহবুবুল হক পোলেন, মেহেরপুর

গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন দুই দলের মনোনয়নপ্রত্যাশীরা

মেহেরপুর-১ (সদর) আসনের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন। গ্রামের পর গ্রাম চষে বেড়াচ্ছেন তারা। কোনো কোনো প্রার্থীর স্ত্রীও পৃথকভাবে গ্রামে মহিলা সমাবেশ, উঠান বৈঠক করছেন। মেহেরপুর-১ আসনে ঐতিহাসিক মুজিবনগর উপজেলাসহ রয়েছে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা। তবে মুজিবনগর উপজেলার ভোটাররাই জয়-পরাজয়ের নিয়ামক। এ কারণে প্রার্থীরা সদরের চেয়ে মুজিবনগরের গ্রামগুলোয় ছুটে বেড়াচ্ছেন। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও পোস্টার ও ফেস্টুনের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। আবার অনেকে কেন্দ্রের সবুজ সংকেত পেয়ে মাঠে কাজ শুরু করেছেন বলেও দাবি করছেন।

মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগের মধ্যে কোন্দল চলছে। যে-যার মতো নির্বাচনের প্রচারাভিযান চালাচ্ছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হলেন জেলা সভাপতি ও বর্তমান এমপি ফরহাদ হোসেন, সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, সাবেক এমপি প্রফেসর আবদুল মান্নান, সাবেক জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মিয়াজান আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগ সভাপতি ইয়ারুল ইসলাম, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুস সালাম ও সাবেক ছাত্রনেতা এম এ এস ইমন। বিএনপির রাজনীতি দলীয় অফিসকেন্দ্রিক। তবে নেতাদের দাবি, বিএনপি ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক এমপি ও জেলা বিএনপি সভাপতি মাসুদ অরুণ, সহসভাপতি আনছারুল হক, জাকির হোসেন প্রমুখ। জামায়াতে ইসলামী প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা না করলেও গোপনে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে দলের দায়িত্বশীলদের কাছ থেকে জানা গেছে। এবার জামায়াত ২০-দলীয় জোটের কাছে আসনটি দাবি করবে বলে তারা জানিয়েছেন। জাতীয় পার্টি মাস কয়েক আগে জেলা কমিটি গঠন করার মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেছে। এ আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকলেও জাতীয় পার্টি ও জামায়াতের রয়েছে একক প্রার্থী।

জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জেলা সভাপতি আবদুল হামিদ। জামায়াতের মনোনয়ন চাইবেন জেলা আমির মাওলানা তাজউদ্দিন আহমদ।

সর্বশেষ খবর