শনিবার, ২১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তীব্র যানজট মহাসড়কে

টাঙ্গাইল ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

অবিরাম বর্ষণে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে চন্দ্রা পর্যন্ত রাস্তায় পানি জমে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। ২০ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লাগে দ্বিগুণ।

সরেজমিন দেখা যায়, গতকাল সকাল থেকে অবিরাম বর্ষণের ফলে মহাসড়কের চার লেনে উন্নীত করার জন্য কয়েকটি স্থানে রাস্তা কাটা থাকায় সেখানে পানি জমে গেছে। ওইসব এলাকায় যানবাহন ধীরে চলাচল করে। এ ছাড়া মহাসড়কের সদর উপজেলার রসুলপুর এলাকা থেকে কালিহাতী উপজেলার এলেঙ্গায় কয়েকটি স্থানে খানাখন্দে পানি জমে থাকায় ব্যাহত হয় স্বাভাবিক  যান চলাচল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট : মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ উপজেলার গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয় এবং এ এলাকায় যানবাহন চলে ধীরগতিতে। গতকাল সকাল থেকে মহাসড়কের মেঘনা সেতু থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানবাহনের চাপ ছিল অনেক বেশি। এতে এই রুটে চলাচলরত যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। বিষয়টি নিশ্চিত করে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুর রহমান মজুমদার জানান, শুক্রবার বন্ধের দিন স্বাভাবিকের চেয়ে গাড়ির চাপ বেশি থাকা এবং বৈরী আবহাওয়ার কারণে গাড়ি ধীর গতিতে চলাচল করায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর