রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

অনুষ্ঠানে জামায়াত নেতা, ফিরে গেলেন মন্ত্রী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে এক জামায়াত নেতা অতিথি থাকায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল দুপুরে জলঢাকায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জামায়াত নেতা সৈয়দ আলী অতিথি হওয়ায় অনুষ্ঠান বর্জন করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মন্ত্রী। দুপুর দেড়টার দিকে ওই কমপ্লেক্সের উদ্বোধন শেষে সেখানেই স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানের কয়েকজন অতিথি ও মুক্তিযোদ্ধার বক্তব্যের পর জলঢাকা উপজেলা পরিষদের জামায়াত সমর্থিত চেয়ারম্যান সৈয়দ আলী বক্তব্য দেন। এ সময় মন্ত্রী মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে জামায়াত নেতাকে অতিথি করায় উত্তেজিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। এদিকে মন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা ও জলঢাকা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনছার আলী মিন্টুর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। অনুষ্ঠানে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, পুলিশ সুপার জাকীর হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক প্রধান, জলঢাকার সাবেক কমান্ডার হামিদুল হকসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর