রবিবার, ২২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

প্রধানমন্ত্রীকে ফোন জাতিসংঘ মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব গতকাল রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন বলে তার প্রেসসচিব ইহসানুল করিম জানিয়েছেন। তিনি বলেন, আন্তোনিও গুতেরেস ও শেখ হাসিনা টেলিফোনে প্রায় ২০ মিনিট রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে স্বভূমিতে পুনর্বাসনের জন্য মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগ করতে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের অবসানে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলে ধরা পাঁচ দফা প্রস্তাব যাতে বাস্তবায়ন হয় সেজন্য মহাসচিব গুতেরেসের সমর্থন চান তিনি। গুতেরেসকে প্রধানমন্ত্রী বলেন, ‘এ সমস্যার স্থায়ী সমাধানে আমি পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করেছিলাম’। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ভাষণে মিয়ানমারে উত্পীড়নের হাত থেকে রোহিঙ্গাদের রক্ষায় প্রস্তাব তুলে ধরে মানবিক এই সংকট অবসানে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ চান শেখ হাসিনা।

সর্বশেষ খবর