সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

নিরাপত্তা-অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি

—কাজী আকরাম উদ্দিন আহমেদ

নিরাপত্তা-অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি

মানবিক কারণে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, তার মানে এই নয় যে, তাদের অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেব। এই রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতির জন্য ভয়ঙ্কর হুমকি বলে মনে করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। তার মতে, অনেকে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন। অতীতেও দিয়েছেন। এসব প্রতিশ্রুতি পূরণে অনেক বছর সময় লাগে। রোহিঙ্গারা এখন আমাদের বোঝা হয়ে গেছে। কক্সবাজারের পর্যটন শিল্প স্থবির হয়ে পড়েছে। সেখানকার           ব্যবসায়ীরা এখন ব্যাংক ঋণ পরিশোধ করতে পারছেন না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এই ব্যবসায়ী নেতা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় রোহিঙ্গাদের বোঝা আজীবন বইতে পারব না। তাদের নিয়ে অতীত অভিজ্ঞতাও ভালো না। ভারত মাত্র ৪০ হাজার রোহিঙ্গা নিয়ে উদ্বিগ্ন। সেখানে বাংলাদেশে অবস্থান করা এত রোহিঙ্গা জনগোষ্ঠী সামাজিক নিরাপত্তা ঝুঁকি বাড়াবে। এখন বিশ্ব নেতাদের উচিত মিয়ানমারের ওপর চাপ দেওয়া। কাজী আকরাম উদ্দিন আহমেদ আরও বলেন, আমরা অনেক কষ্ট করে জঙ্গি-সন্ত্রাসীদের দমন করতে পেরেছি। প্রধানমন্ত্রী জীবনের ঝুঁকি নিয়ে এসব কাজ করছেন। বাংলাদেশে রোহিঙ্গাদের আগমন এবং প্রতিদিন তাদের সংখ্যা বৃদ্ধি আমাদের জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত নেতিবাচক। আমাদের জন্য রোহিঙ্গা সংকট ভবিষ্যতে কুফলই বয়ে আনবে। সুফল নয়। বিশেষ করে এই সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে বিশ্বে প্রশংসিত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম প্রধানমন্ত্রীকে মাদার অব হিউম্যানিটি (মানবতার মা) হিসেবে ভূয়সী প্রশংসা করছেন। এফবিসিসিআইর সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশ কিছু সময়ের জন্য মানবতা দেখাতে পারে। কিন্তু চিরদিনের জন্য না।

 আমরা তো নিজের দেশকে ধ্বংস করতে চাই না। রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে যে জঙ্গিবাদ ও ইয়াবা ছড়িয়ে পড়বে না, তার নিশ্চয়তা কে দেবে। মিয়ানমার থেকে এগুলো আমাদের দেশে আসছে। এগুলো কীভাবে প্রতিরোধ করব। এই অবস্থা আমরা অনেক দিন চালিয়ে যেতে পারি না।

সর্বশেষ খবর