সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

তুরাগ তীরে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদে আবেদন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের তুরাগ নদের তীরের একটি অংশে অবৈধভাবে ৩০টি স্থাপনা গড়ে উঠেছে বলে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের এক প্রতিবেদনে উঠে এসেছে। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। আদালতে এ প্রতিবেদন দাখিলের পর তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী এসব প্রতিষ্ঠান উচ্ছেদের আবেদন করা হয়েছে। ২৯ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ধার্য হয়েছে। এর আগে আদালতে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। আদালতে আবেদনটি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। বিচার বিভাগীয় প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনসহ বিভিন্ন ব্যক্তি ও কর্তৃপক্ষ ৩০টি অবৈধ স্থাপনার মাধ্যমে তুরাগ নদের তীরের জায়গা অবৈধভাবে দখলে রেখেছেন। ৫ জানুয়ারি তুরাগ নদের দুই পাশে উচ্ছেদ অভিযান চালানোর পরও অবৈধ স্থাপনা আছে কিনা সে বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। তদন্ত করে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আদালতের এ আদেশের ফলে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন গাজীপুরের মুখ্য বিচারিক হাকিম। ‘টাইম টু ডিক্লেয়ার তুরাগ  ডেড’ শিরোনামে গত বছরের ৬ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এর সূত্র ধরে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে রিট করলে ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার মধ্যে তুরাগ নদে মাটি ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে নির্দেশ দেয় হাই কোর্ট।

সর্বশেষ খবর