মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
ডেমরায় গ্যাস পাইপ বিস্ফোরণ

দগ্ধ পরিবারের সাতজনসহ ৮

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরায় একটি নির্মাণাধীন তিনতলা বাড়িতে গ্যাসের পাইপ বিস্ফোরণে নারী ও শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে সাতজন একই পরিবারের। রবিবার দিবাগত রাত ৩টার দিকে আল আমিন রোডের সাত্তার মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী ফেরদৌসী বেগম (৩৫), তাদের সন্তান ইমন (১৫), শিপন (১২) ও তাসিন (২), আলমগীরের ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৮) এবং সাবলেট ভাড়াটে আরিফ (৩৪)। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ভোররাত সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান প্রতিবেশীরা। ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, গৃহবধূ রত্নার ৪৬ শতাংশ ও তার ছেলে শিপনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের মধ্যে গৃহকর্তা আলমগীরের ৮, আরিফের ১৮, ইমনের ৪ ও শিশু তাসিনের শরীরের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধ আলমগীর হোসেন ক্ষীণ কণ্ঠে এ প্রতিবেদককে বলেন, ‘দুই মাস আগে আমরা বাসায় ওঠার পর থেকেই গ্যাস পাইপে লিক দেখতে পাই। বিষয়টি বাড়ির মালিক সাত্তারকে জানিয়েছিলাম। তবে তিনি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।’

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কাওসার আহমেদ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাসার মালিকও থানায় এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ দগ্ধ ফেরদৌসী জানান, তারা সবাই ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ছেলেদের চিত্কার শুনে তারা জেগে ওঠেন। কিছু বোঝার আগেই দেখেন সবার শরীর আগুনে ঝলসে গেছে। প্রসঙ্গত, ৫ জুলাই ভোরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় ঢালকানগর লেনের ৫৭/বি নম্বর বাড়িতে গ্যাসের পাইপ বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের সাতজন দগ্ধ হন। এর আগে ৩১ মে ভোরে রাজধানীর কলাবাগানের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর