রবিবার, ৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ইন্টারনেটে কুফলের ঝোঁক বাড়ছে

অধ্যাপক ডা. মোহিত কামাল

ইন্টারনেটে কুফলের ঝোঁক বাড়ছে

মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, বিষণ্নতা, হতাশা এবং মূল্যবোধ-নৈতিকতার অবক্ষয়ে দেশের সব জায়গাতেই ঘটছে নৃশংসতার ঘটনা। ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের কাছাকাছি এসে পরিবার থেকে দূরে সরে যাচ্ছে মানুষ। ফলে সামাজিক শ্রদ্ধাবোধ ও দায়িত্ববোধের জায়গা দখল করে নিচ্ছে খুন, ধর্ষণ, অপহরণের মতো ঘটনা। মানুষ যোগাযোগের সুফলের চেয়ে কুফলের দিকে বেশি ঝুঁকছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, মানুষের মাঝে নেতিবাচক দিক প্রাধান্য পাচ্ছে। এর পেছনে অনুঘটক হিসেবে কাজ করছে অর্থনৈতিক কারণ, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং মাদক সেবন। এ বিষয়গুলো সমাজের শিরা-উপশিরায় ছড়িয়ে পড়েছে। এজন্য মা-বাবা সন্তানকে খুন করছে, সন্তানও মা-বাবাকে নির্যাতন করছে, খুন করছে। কিশোরীকে চোখের সামনে পুড়িয়ে মারছে। ছেলেমেয়েরা বাড়ির আলাদা কক্ষের বাসিন্দা হয়ে ইন্টারনেটের মাধ্যমে নিজেদের আলাদা জগতে বিচরণ করছে। ফলে একসঙ্গে বসবাস করলেও তাদের মানসিক দূরত্ব হাজার মাইলের। ডা. মোহিত কামাল আরও বলেন, শিশুকাল থেকে ইন্টারনেট ব্যবহার করায় ভোগবাদী সংস্কৃতি মাথাচাড়া দিচ্ছে। এজন্য সামাজিক সচেতনতা খুব জরুরি হয়ে পড়েছে। সম্পর্কগুলোকে গুরুত্ব ও সময় দিতে হবে এবং ভালোবাসতে হবে। যোগাযোগ বাড়িয়ে পারিবারিক সম্পর্ককে নান্দনিক করতে হবে। সন্তান যেন মাদকে আসক্ত না হয় সেজন্য অভিভাবকদের অনেক বেশি সচেতন থাকতে হবে।

 

সর্বশেষ খবর