রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

অবশেষে সৌদি আরব ছাড়লেন সাদ হারিরি

প্রতিদিন ডেস্ক


অবশেষে সৌদি আরব ছাড়লেন সাদ হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি অবশেষে সৌদি আরব ছেড়েছেন। প্রায় ১৫ দিন দেশটিতে অবস্থানের পর গতকাল তিনি রাজধানী রিয়াদ ছেড়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণেই গতকাল তিনি দেশটি সফরে যান। লেবাননের একটি টিভি এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। এর আগে শুক্রবার রাতের শেষদিকে দেওয়া এক টুইট বার্তায় হারিরি জানান, তিনি প্যারিসের উদ্দেশে উড়াল দিতে বিমানবন্দরের পথে রয়েছেন। সেই সঙ্গে রিয়াদে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং দেশটি ত্যাগ করতে দেওয়া হচ্ছে না এ ধরনের গুজবকে মিথ্যা বলেও টুইটে জানান তিনি। প্যারিসে এলিসি প্রাসাদে স্ত্রী ও ছেলেকে নিয়ে পৌঁছালে এ সময় হারিরিকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে হারিরি সাংবাদিকদের জানান, দুয়েক দিনের মধ্যেই তিনি নিজ দেশে ফিরে যাচ্ছেন। দেশে পৌঁছে প্রেসিডেন্ট মাইকেল অউনের সঙ্গে বৈঠকের পরই নিজের পদত্যাগ কেন্দ্র করে সৃষ্ট বিদ্যমান রাজনৈতিক সংকটের বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি। লেবাননের স্বাধীনতা দিবসের (২২ নভেম্বর) উদযাপনে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি। এর অর্থ দাঁড়ায় এই তারিখের মধ্যেই তিনি বৈরুতে ফিরছেন।

উল্লেখ্য, সৌদি আরব সফরকালে গত ৪ নভেম্বর এক টিভি বার্তায় আকস্মিক পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। ‘হত্যার লক্ষ্যে তার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করা হচ্ছে’ এমন দাবি করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন। তার আকস্মিক পদত্যাগে লেবাননের রাজনৈতিক অঙ্গনে এক প্রকার শোক নেমে আসে। এর মাঝেই দেশটির সরকারের একজন কর্মকর্তা গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সকে জানান যে, তাদের প্রধানমন্ত্রী হারিরিকে রিয়াদে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে তারা মনে করছেন।

 

সর্বশেষ খবর