সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চলে গেলেন আখতার হামিদ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক ও নওগাঁ প্রতিনিধি


চলে গেলেন আখতার হামিদ সিদ্দিকী

অষ্টম সংসদের ডেপুটি স্পিকার ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আখতার হামিদ সিদ্দিকী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

রাজিউন)। গতকাল দুপুুরে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আখতার হামিদ সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রমুখ।  বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ বলেন, ‘লাঞ্চ ক্যান্সারে আক্রান্ত আখতার হামিদ সিদ্দিকী দুপুর ১২টা ১০ মিনিটে মারা গেছেন।’  গত দুই দিন আগে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে তার লাশ রাখা হয়। আজ সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর লাশ গ্রামের বাড়ি নওগাঁর মহাদেবপুরে নেওয়া হবে। সেখানে তৃতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফনকার্য সম্পন্ন করা হবে। আখতার হামিদ সিদ্দিকীর জন্ম ১৯৪৭ সালে নওগাঁয়। তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে রাজনীতিতে প্রবেশ করেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আখতার হামিদ সিদ্দিকী চারবার নওগাঁ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকার উন্নয়নেও ব্যাপক অবদান রেখে গেছেন আখতার হামিদ সিদ্দিকী। প্রয়াত আখতার হামিদের বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী বলেন, ‘বাবার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রয়েছে। কাল সকাল ১০টায় সংসদ ভবনে জানাজা হবে। এরপর আমাদের নিজ এলাকায় পারিবারিক কবরস্থানে বাবার দাফন করা হবে।’

সর্বশেষ খবর