মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

হাসপাতাল ক্লিনিকে টাকার জন্য লাশ জিম্মি করা যাবে না : হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসার খরচ পরিশোধে অক্ষম কোনো রোগীর লাশ আটকে রাখা যাবে না বলে রায়  দিয়েছে হাই কোর্ট। বিষয়টি অবহিত করে সব ক্লিনিক ও হাসপাতালের প্রতি সার্কুলার জারি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে গতকাল বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন। এ ছাড়া দুস্থ ও অসহায় রোগীদের অপরিশোধিত বিল পরিশোধের জন্য স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে তহবিল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি সাংবাদিকদের বলেন, ২০১২ সালের জুন মাসে একটি গরিব পরিবার তাদের শিশুসন্তানকে মোহাম্মদপুর সিটি হাসপাতালে ভর্তি করে এবং ১৫ হাজার টাকা জমা দেয়। কয়েক দিন চিকিৎসার পর শিশুটির মৃত্যু হয়। এরপর চিকিৎসার ব্যয় বাবদ আরও ২৬ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই টাকা পরিশোধ করতে না পারলে লাশ দেওয়া হবে না বলে জানানো হয়। ২০১২ সালের ৮ জুন বিভিন্ন জাতীয় দৈনিকে ওই খবর প্রকাশিত হলে এ বিষয়ে হাই কোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। রিটের পর আদালত রুল জারি করেন। সেই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করা হয়।

সর্বশেষ খবর