শিরোনাম
মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিশেষ সুযোগ জাতীয় পরিচয়পত্র সংশোধনে

নিজস্ব প্রতিবেদক

উপজেলা পর্যায়ের ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য বিশেষ সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে উপজেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ সামনে রেখে ৩০ নভেম্বরের মধ্যে সংশোধন আবেদন আহ্বান করেছে ইসি। এনআইডি পরিচালক (যুগ্ম-সচিব) আবদুল বাতেন স্বাক্ষরিত জেলা ও উপজেলা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, ইতিমধ্যে সব সিটি করপোরেশন ও জেলা সদরের স্মার্ট জাতীয় পরিচয়পত্র মুদ্রণ শেষ হয়েছে এবং বিতরণ কার্যক্রম চলছে। সব জেলার (সদর ছাড়া) উপজেলা পর্যায়ের কার্ড শিগগিরই মুদ্রণ শুরু হতে যাচ্ছে। মুদ্রণের পর কারও কারও স্মার্ট জাতীয় পরিচয়পত্রে ভুল আছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোপূর্বে একাধিকবার এনআইডি সংশোধনের বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। তার পরও যাদের এনআইডিতে ভুল আছে, কিন্তু সংশোধন করা হয়নি, তাদের পুনরায় ভুল সংশোধনের সুযোগ দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে এনআইডি উইংয়ের কমিউনিকেশন অফিসার মো. আশিকুর রহমান জানান, নির্ভুল স্মার্টকার্ড নিশ্চিত করতেই উপজেলা পর্যায়ে ৩০ নভেম্বরের মধ্যে সংশোধনের আবেদন করতে বলা হয়েছে। এজন্য ২০ নভেম্বর থেকে মাঠপর্যায়ে প্রচারণা চালাতে বলা হয়েছে।

সর্বশেষ খবর