বুধবার, ২২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
খালেদার গাড়িবহরে হামলা

নিজাম হাজারীকে দায়ী করছে আওয়ামী লীগের এক গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

ফেনী জেলা আওয়ামী লীগ নেতা ও একসময়ে ক্যাডার রাজনীতির গ্রুপপ্রধান আজহারুল হক বলেছেন, সম্প্রতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাটি ছিল পূর্বপরিকল্পিত। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিশোধ হিসেবেই নিজাম হাজারী সন্ত্রাসী-ক্যাডারদের দিয়ে মিডিয়ার ওইসব গাড়িতে হামলা চালান। এ সময় তিনি নিজাম হাজারীর বিরুদ্ধে নিজের দলের কর্মীদের হত্যা, নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি, বিদেশে অর্থ পাচার, প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, হামলা, চাঁদাবাজিসহ নানা ধরনের গুরুতর অভিযোগ আনেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব গুরুতর অভিযোগ আনেন। ফেনী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান, জেলা ওলামা লীগ সাধারণ সম্পাদক শামসুল হুদা, জেলা তাঁতী লীগের উপদেষ্টা কাজী ফারুক প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আজহারুল হক বলেন, সম্পতি ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলার ঘটনা ঘটে তাও ছিল পূর্বপরিকল্পিত। কারণ, সেদিন বেছে বেছে ডিবিসি, চ্যানেল আই, একাত্তর, বৈশাখী টেলিভিশন ছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারসহ খালেদা জিয়ার বহরে থাকা অন্য সাংবাদিকদের বহনকারী গাড়িগুলোও ভাঙচুর করা হয়। এই পুরো ঘটনার ‘নেপথ্য’ নায়ক ছিলেন নিজাম হাজারী। বিভিন্ন গণমাধ্যমেও এ-সংক্রান্ত বিস্তারিত সংবাদ এসেছে। লিখিত বক্তব্যে আজহারুল হক আরও জানান, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ছিল। সেই মামলায় তিনি নির্দিষ্ট মেয়াদের কম সময় সাজা খাটেন। এ ঘটনায় একটি রিট করেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। এলাকায় আজহারুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাখাওয়াত। কিন্তু রিট করার কারণে এমপি নিজাম তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ বিভিন্ন ধারায় নয়টি মামলা করেন।

উল্লেখ্য, আরজু একসময়ে জয়নাল হাজারী অনুসারী ছিলেন। নিজাম হাজারীর সমর্থকরা জানান, বর্তমানে আরজুর সঙ্গে বিএনপির একটি গ্রুপের সম্পর্ক থাকার কারণেই দলীয় এমপির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

সর্বশেষ খবর