বুধবার, ২২ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ডিজিটাল জালিয়াতি ভর্তি পরীক্ষায়

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াত চক্রের দুই মূল হোতাসহ ৯ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। দুই মূল হোতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাভিদ আনজুম তনয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এনামুল হক আকাশ। এদের মাধ্যমে অবৈধ উপায়ে ভর্তি হওয়া ঢাবির সাত শিক্ষার্থীকেও গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিআইডির সিনিয়র এসি (মিডিয়া) শারমিন জাহান জানান, তনয় ও আকাশ দীর্ঘদিন ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে উত্তর বলে দিয়ে এবং পরীক্ষার দিন সকা+লে কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধ উপায়ে ঢাবিতে শিক্ষার্থী ভর্তি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। এর আগে, ২০ অক্টোবর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে গোপন সংবাদের ভিত্তিতে অমর একুশে হল ও ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহীউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছিল। তনয় জানিয়েছে, ২০১৫ সাল এবং ২০১৬ সালে টাকার বিনিময়ে ডিজিটাল ডিভাইস এবং পরীক্ষার আগে কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস করে অবৈধ উপায়ে বেশ কিছু শিক্ষার্থীকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সহায়তা করেছে। তনয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়।

এরপর ঢাবি উপাচার্যের অনুমতি নিয়ে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় অবৈধ উপায়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— তানভীর আহমেদ মল্লিক, বায়জিদ, নাহিদ ইফতেখার, ফারদিন আহমেদ সাব্বির, প্রসেনজিৎ দাস, রিফাত হোসাইন এবং আজিজুল হাকিম। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ খবর