সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

নাটোরে দুলুর বাড়িতে হামলা ভাঙচুর, গুলি

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলা বিএনপির পরিচিতি সভা পণ্ড করে দিয়েছে স্থানীয় ছাত্রলীগ। অনুষ্ঠানস্থলে জেলা নেতা-কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বিএনপি। স্থানীয় বিএনপি অভিযোগ করেছে, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিণী জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিনসহ নেতা-কর্মীরা সকাল সাড়ে ১০টার দিকে একটি পরিচিতি সভা করতে সিংড়া পৌরসভা মিলনায়তনের দিকে বাসা থেকে রওনা দেন। এ সময় ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা হামলা করে। তবে ঘটনার পর থেকে আলাইপুর এলাকায় বিএনপির কার্যালয় আশপাশে বিপুল পরিমাণ র‍্যাব, পুলিশ গোয়েন্দা পুলিশ অবস্থান নেয়। এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মাসুমের নেতৃত্বে ২০-২৫টি মোটরসাইকেলে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা মিছিলসহ দুলুর বাড়ির সামনে এসে গালাগাল করে সবাইকে জোর করে বাসার ভিতরে ঢুকিয়ে বাহির থেকে গেট আটকে দেয়। পরে পাশেই হাফরাস্তা এলাকায় ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীরা অবস্থান করছে এমন খবরে ছাত্রলীগ নেতা-কর্মীরা সেখানে যায়। এ সময় নাটোর সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল (২৪) ও আনসার ভিডিপির সদস্য সোহেল রানা (৩৫) গুলিবিদ্ধ হয়। তাদের দুজনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রলীগ নেতা-কর্মী আবার ফিরে এসে দুলুর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে ও ভাঙচুর চালায়। এ প্রসঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘সিংড়া উপজেলা বিএনপির পরিচিতি সভায় যোগদানের জন্য আমার স্ত্রী ও জেলা বিএনপির সহ-সভাপতি ছাবিনা ইয়াসমিন ছবি বাসা থেকে বের হওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তার বাসায় পুুলিশের সামনে প্রকাশ্যেই হামলা করে। এ সময় তাদের ছোড়া গুলিতেই দুজন গুলিবিদ্ধ হয়। এ ঘটনা এলাকাবাসী সবাই দেখেছে। আমি এর বিচার নাটোরের জনগণের ওপর ছেড়ে দিলাম।’ দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি জানান, ‘নাটোরে আমাদের কোনো কর্মসূচি ছিল না। সিংড়া উপজেলায় বিএনপির এক পরিচিতি সভায় যোগদানের উদ্দেশে বের হওয়ার সময় ছাত্রলীগ নেতা মাসুমের নেতৃত্বে আমার বাসায় গুলি বর্ষণ এবং হামলার ঘটনা ঘটে।’ তবে গতকাল দুপুরে নাটোর প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বলেন, ‘আমি থাকাকালীন ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ভাঙচুর ও হামলার ঘটনা ঘটায়নি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ। হাফরাস্তা এলাকায় বিএনপি নেতা-কর্মীদের গুলিতে ছাত্রলীগ নেতা রুবেল গুলিবিদ্ধ হয়।’ নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তাজা আলী বাবলু বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে যুবদল-ছাত্রদল মিছিল করবে এ জন্য তারা বহিরাগত অস্ত্রধারী ক্যাডারদের নিয়ে এসেছে এমন খবরের ভিত্তিতে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আলাইপুর রাস্তায় অবস্থান নেয়। পরে দুলুর ক্যাডাররা গুলি করলে ছাত্রলীগ নেতাসহ দুজন গুলিবিদ্ধ হয়।’

 

সর্বশেষ খবর