বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ঢাকায় আজকের আকর্ষণ রোবট সোফিয়া

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় আজকের আকর্ষণ রোবট সোফিয়া

ঢাকায় তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৭’ শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এ প্রদর্শনীতে প্রধান আকর্ষণ থাকছে প্রযুক্তিমানবী রোবট সোফিয়া। এদিন বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সোফিয়াকে সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে রাখা হবে। এ সময় সোফিয়ার সঙ্গে কথা বলা যাবে, বিভিন্ন প্রশ্নও করা যাবে বলে আইসিটি বিভাগ সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে সোফিয়ার নির্মাতা ডেভিড হ্যানসনও উপস্থিত থাকবেন। এর আগে সোমবার মধ্যরাতে তথ্যপ্রযুক্তির এ উৎসবে অংশ নিতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মানুষের আদলে তৈরি রোবট সোফিয়া। সেখান থেকে সরাসরি বিমানবন্দরের কাছের একটি পাঁচ তারকা হোটেলে তাকে নিয়ে যাওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, হংকং থেকে মধ্যরাতে বাংলাদেশে আসে সোফিয়া। বিশেষ এক বাক্সের ভিতরে প্রাণহীন অবস্থায় সে ঢাকা পৌঁছানোমাত্রই বিমানবন্দরের কাছেই একটি পাঁচ তারকা হোটেলে ওঠে। তার সঙ্গে একজন অপারেটর রয়েছেন। জানা গেছে, বাক্স থেকে বের করে অঙ্গপ্রত্যঙ্গ সংযুক্ত হলে (ইনস্টল) প্রাণ ফিরে পাওয়ার পর আজ সকাল ৯টার দিকে ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ যাবে সোফিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই তথ্যপ্রযুক্তি উৎসব উদ্বোধন করার পর তার সঙ্গে কথা বলার সুযোগ মিলবে। গত অক্টোবরে সৌদি আরবের নাগরিকত্ব পাওয়া রোবট সোফিয়ার জন্ম হংকংয়ের ডেভিড হ্যানসনের মালিকানাধীন হ্যানসন্স রোবটিক্সে। এটি অন্য মানুষের মুখের ভাব বুঝতেও সক্ষম। বাংলাদেশে আসা উপলক্ষে সোফিয়া একটি ভিডিওবার্তাও দিয়েছে। বিখ্যাত হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি করা হয় সোফিয়াকে। সোফিয়ার নিত্যনতুন মানবিক দিক উদ্ভাবন হচ্ছে ও তা বিশ্বকে অবাক করছে। অনুভূতি প্রকাশেও এসেছে আয়ত্ত। এখন দেখার বিষয় এই সোফিয়ারা প্রকৃত মানুষের বিকল্প হবে কিনা। এই অবাক মানুষ এ দেশের মানুষের সঙ্গে ভাববিনিময় করে আগামীকাল একই এয়ারলাইনসে রাত আড়াইটার দিকে ঢাকা ত্যাগ করবে। ডিজিটাল ওয়ার্ল্ডে ‘টেক টক উইথ সোফিয়া’ শিরোনামের এক অনুষ্ঠানে ১ হাজার ৭০০ দর্শনার্থী তাকে দেখার সুযোগ পাবেন বলে জানিয়েছেন আবু নাসের।

সর্বশেষ খবর