বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন ঢুকতে দেওয়া হয়নি পটুয়াখালীতে

পটুয়াখালী প্রতিনিধি

‘সেই এমপির স্বামী সুলতান মৃধা ভুয়া মুক্তিযোদ্ধা’ শিরোনামে সংবাদ প্রকাশের জেরে গতকাল পটুয়াখালী শহরে বাংলাদেশ প্রতিদিন ঢুকতে দেননি সুলতান মৃধার লোকজন। এর ফলে পত্রিকা না পেয়ে শহরের বিভিন্ন দোকানে পত্রিকার ফটোকপি ও কম্পিউটারের দোকানে ওয়েবসাইটে দীর্ঘ সারি দিয়ে উত্সুক মানুষকে পত্রিকা পড়তে ও ফটোকপি কিনতে দেখা গেছে। পত্রিকা ঢুকতে না দেওয়ায় গ্রাহকসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা ভুয়া মুক্তিযোদ্ধাবিষয়ক প্রকাশিত সংবাদ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আর শহরের চায়ের দোকান থেকে শুরু করে অফিস-আদালত পাড়ায় এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। পত্রিকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হকার ও হকার সমিতির নেতারা। পটুয়াখালীর পত্রিকার এজেন্টরা জানান, বাংলাদেশ প্রতিদিন পটুয়াখালীতে পৌঁছেনি। পত্রিকা না পেয়ে উপজেলার এজেন্টরাও গ্রাহকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। এর আগে ২৮ নভেম্বর ‘এমপির স্বামী বলে কথা’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় ওইদিন মৌকরণ ব্রিজ এলাকা থেকে পত্রিকা বহনকারী গাড়ি থেকে সুলতান মৃধার লোকজন বাংলাদেশ প্রতিদিনের সব কটি বান্ডেল ছিনিয়ে নেন। তবে এবার নতুন কৌশল নেওয়া হয়েছে। বরিশাল থেকেই পত্রিকা আসতে দেওয়া হয়নি।

 

সর্বশেষ খবর