রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক


আশ্বাসে অনশন ভাঙলেন ওয়ালিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে অনশনরত শিক্ষার্থী ওয়ালিদ আশরাফ উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন। গত ২৫ নভেম্বর থেকে অনশন করে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ অনুষদের সন্ধ্যাকালীন মাস্টার্সের এই ছাত্র। গতকাল বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান তাকে পানি পান করিয়ে অনশন ভাঙান। এর আগে উপাচার্য ওয়ালিদকে বলেন, নির্বাচন না হওয়ার যে সংস্কৃতি চলে আসছে, তা তিনি ভাঙতে চান। এই নির্বাচন হবে। তবে একটু সময় লাগবে। উপাচার্যের এমন কথার প্রেক্ষিতে ১৫ দিনের মাথায় ওয়ালিদ আশরাফ অনশন ভাঙলেন। উপাচার্যের সঙ্গে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর এ কে এম গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। এদিকে ওয়ালিদ আশরাফের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রগতিশীল ছাত্র জোটও কর্মসূচি পালন করে যাওয়ার ঘোষণা দিয়েছে। ওয়ালিদ আশরাফ অনশন ভাঙলেও ডাকসুর দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক মাসুদ আল মাহদী। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন চত্বরে ডাকসু নির্বাচনের দাবিতে সমাবেশ করেছে তারা। নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সুস্পষ্ট নির্দেশনা না দেওয়ার প্রতিবাদে এই সমাবেশ করে শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর