সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতি তুরস্ক প্রধানমন্ত্রী ফ্রান্স যাচ্ছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আলাদা ফ্লাইটে দুটি ভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যথাক্রমে তুরস্ক ও ফ্রান্স সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতি তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত জেরুজালেম ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা-ওআইসির বিশেষ জরুরি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের যৌথ আয়োজনে ‘ওয়ান প্ল্যানেট সামিট’-এ। তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী বুধবার ঢাকা ফিরবেন। পরদিন বৃহস্পতিবার চার দিনের সরকারি সফর শেষ করে ঢাকা আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসব তথ্য জানিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র সরকার গত ৬ ডিসেম্বর আল-কুদ্্স আস্-শরিফকে (যা অন্যায়ভাবে ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের দখলাধীন) ইসরায়েলের কথিত রাজধানী হিসেবে স্বীকৃতির পক্ষে মত দেয়। সেই সঙ্গে তেলআবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ইচ্ছা প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এতে আল-কুদ্স আস্-শরিফ তথা প্যালেস্টাইন-ইসরায়েল শান্তি প্রক্রিয়া এক অপ্রত্যাশিত হুমকির মধ্যে পড়েছে এবং নতুনভাবে উত্তেজনা সৃষ্টি হয়েছে আরব-ইসরায়েল দ্বন্দ্বে। উদ্ভূত এই পরিস্থিতিতে করণীয় নিয়ে আলোচনা করতে ওআইসির বর্তমান সভাপতি তুরস্কের  প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্র ও সরকারপ্রধানদের একটি জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করেছেন। সেই আমন্ত্রণে তিন দিনের সফরে তুরস্ক যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। জেরুজালেম ইস্যুতে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘ সময় ধরে ওআইসি আল-কুদ্্স কমিটির সক্রিয় সদস্য হিসেবে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ইস্তাম্বুলে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধা, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের যৌথ আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্স সফরে যাচ্ছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্যারিসে অনুষ্ঠিতব্য ওয়ান প্ল্যানেট সামিটে অংশ নেবেন। জাতিসংঘের উদ্যোগে হওয়া প্যারিস জলবায়ু চুক্তির  দুই বছর পূর্তি উপলক্ষে এই ওয়ান প্ল্যানেট সামিট আয়োজন করা হয়েছে। এতে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের কর্মপন্থা নির্ধারণ করবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মাহমুদ আলী বলেন, সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী ফ্রান্সের  প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাত্রেঁদ্ধার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দ্বিপক্ষীয় সহযোগিতা, নিয়মিত কূটনৈতিক আলোচনা অনুষ্ঠান, সমুদ্র অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের উেক্ষপণসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এর আগে ১৯৯৯ এবং ২০১১ সালে দুই দফায় ফ্রান্স সফর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লজ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর